Food Corporation of India তে কর্মী নিয়োগ করা হচ্ছে । উচ্চহারে বেতন । দেখে নিন আবেদন পদ্ধতি ।

আপনি চাকরির খোঁজ করছেন এবং আপনার মতো যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুখবর। কারণ এইমাত্র FCI ( Food Corporation of India ) তত্ত্বাবধানে একটি কিছু চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে। আপনারা যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন।

নিচে বিস্তারিত পড়ুন আরও আপনারা ভালোভাবে এ বিষয়ে জানতে পারবেন।

এরকম চাকরি, প্রকল্প, স্কলারশিপ, ব্যবসা প্রভৃতি বিষয় খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারেন

নিয়োগ সংস্থা

এই চাকরির নিয়োগকারী সংস্থা হল Food Corporation of India (FCI) ।

পদের নাম

 • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
 • কনস্টেবল
 • সাব ইন্সপেক্টর
 • সেটিনোগ্রাফার
 • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
 • ম্যানেজার

শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীর উচ্চতর কোন স্নাতক ডিগ্রি থেকে থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্ব সীমা ৩৫ বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন করতে পারবেন ।

OBC দের জন্য উর্ধ্বসীমা ৪০ বছর পর্যন্ত ।

মাসিক বেতন: এক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মীর মাসিক গড় বেতন সর্বনিম্ন ২৫,০০০/- টাকা। পদ অনুযায়ী মাসিক বেতন বাড়বে ।

 • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ; ২৫,০০০- ৮১,০০০
 • কনস্টেবল ; ৩৫,০০০- ১,০০,০০০
 • সাব ইন্সপেক্টর ; ৩৬,০০০- ১,০০,০০০
 • সেটিনোগ্রাফার ; ২৫,০০০- ৮০,০০০
 • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ; ৪০,০০০- ১,৫০,০০০
 • ম্যানেজার ; ৫০,০০০- ১,৬০,০০০

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন । এক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট https://fci.gov.in ভিজিট করতে হবে।

 • নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি বায়োডাটা ততা আবেদন পত্র তৈরি করে ফেলুন ।
 • নিজের নাম থেকে শুরু করে অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা ,বয়স, ঠিকানা, লিঙ্গ ইত্যাদি সকল তথ্য দেবেন।
 • অধি অবশ্যই মনে করে একটি নিজের সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
 • এবং ফরমটি ফিলাপ করে সেটি একটি জেরক্স কাছে রেখে দেবেন।
 • সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এক্ষেত্রে যেসব প্রয়োজনে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল

 • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড কিংবা বাস সার্টিফিকেট
 • একটি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
 • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
 • যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটি নিয়ে যেতে পারেন
 • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
 • আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড

আবেদনের সময়সীমা

আগামী ৩০/০৬/২০২৩ মধ্যে আপনাকে আবেদন জানাতে হবে ।

FOR MORE NEWS: CLICK HERE