NCS তে ২০,০০০ শূন্যপদে সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি | NCS Recruitment|

আপনি কী কোনো ভালো চাকরির খোঁজ করছেন এবং আপনার মতো যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য আছে দুর্দান্ত সুখবর। কারণ এইমাত্র এনসিএস তথা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) এর তত্ত্বাবধানে একটি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে। আপনারা যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। যেকোনো জায়গার প্রার্থীকে এই চাকরিতে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

এরকম চাকরি, প্রকল্প, স্কলারশিপ, ব্যবসা প্রভৃতি বিষয় খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ জয়েন হতে পারেন

পদের নাম

 • মোট ২০০০০ বিভিন্ন পদে নিয়োগ করা হবে

প্রার্থীর বয়সসীমা: ২০-৪০ বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন করতে পারবেন ।

শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে‌ উচ্চমাধ্যমিক করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এক্ষেত্রে যেসব প্রয়োজনে ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল

 • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড কিংবা বাস সার্টিফিকেট
 • একটি শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
 • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
 • যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটি নিয়ে যেতে পারেন
 • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
 • আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড

আবেদন পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করুন।

 • নিজের যাবতীয় তথ্য দিয়ে একটি আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।
 • নিজের নাম থেকে শুরু করে অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা ,বয়স, ঠিকানা, লিঙ্গ ইত্যাদি সকল তথ্য দেবেন।
 • অধি অবশ্যই মনে করে একটি নিজের সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
 • এবং ফরমটি ফিলাপ করে সেটি একটি জেরক্স কাছে রেখে দেবেন।

APPLY ONLINE: CLICK HERE

FOR MORE NEWS: CLICK HERE