WBMSC Recruitment : পৌরসভায় প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে। ৩৫০০০ টাকা বেতন ।

পশ্চিমবঙ্গ পৌরসভা নতুন কর্মীদের খুঁজছে। যারা চাকরি খুঁজছেন এবং যারা কঠোর পড়াশোনা করছেন তাদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। বিভিন্ন ধরনের চাকরি পাওয়া যায়, এবং বেতন খুব ভালো। আপনি যদি এই সুযোগে আগ্রহী হন, তবে আপনার নীচে এটি সম্পর্কে আরও জানা উচিত।

চাকরি নিয়োগ সংস্থা

ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তথা WBMSC এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে রাজ্যে পৌরসভায় নেওয়া হবে কর্মী।

পৌরসভার চাকরির পদের নাম

পৌরসভার এই নিয়োগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে এর অধীনে রয়েছে,

  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল)

চাকরি,ব্যবসা,প্রকল্প বিষয়ক আরো খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন

পৌরসভায় শূন্যপদের পরিমাণ

সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নেওয়া হবে ৬৫ জন কর্মী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিকাল) পদে ৭ জন করে মোট ১৪ জন কর্মী নেওয়া হবে।

WBMSC চাকরিতে শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। সেক্ষেত্রে নির্দিষ্ট পদে ডিপ্লোমা করা থাকলে, এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।


WBMSC মাসিক বেতন

লেভেল ১২ অনুযায়ী বেতন প্রদান করা হবে। বেসিক পে ₹৩৫,০০০/- টাকার কাছাকাছি। সেক্ষেত্রে সব মিলিয়ে বেতন মোটামুটি ₹৪০,০০০/- টাকা থেকে শুরু হতে পারে।চাকরিতে আবেদনের পদ্ধতি

পৌরসভার চাকরিতে আবেদনের পদ্ধতি ( WBMSC Apply )

অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে দেওয়া বিস্তারিত আবেদন পদ্ধতি অবলম্বন করে ।

1. নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে “https://www.mscwb.org/” ক্লিক করুন এবং নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।

2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।

3. অবশ্যই মনে করে একটি সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন আবেদন পত্রে ।

4. নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করতে হবে ।

5. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

চাকরিতে আবেদনের সময়কাল

আগামী 30 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।


যদি এই চাকরির বিষয়ে লেখা আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে। আমাদের ওয়েবসাইটটিকে নোট করে নিতে পারেন পরবর্তীকালে আরও এরকম চাকরি বিষয়ক খবর পেতে।

আর চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারেন।